নড়াইল জেলা পুলিশের সকল অফিসারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের সন্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ দিদার আহম্মদ, বিপিএম মহোদয়।
নড়াইল জেলায় পরিদর্শনে এসে সর্বপ্রথম পুলিশ সুপারের কার্যালয়ে আসেন তিনি।পরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম)’র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং সালামি গ্রহণ করেন।

নড়াইল প্রতিনিধি জানান,আসন্ন শারদীয় দূর্গাপুজা ও ২১ শে আগষ্টের রায় কে ঘিরে ডিআইজি মহোদয় নড়াইল জেলা পুলিশের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগদেন।সভায় প্রধান অতিথি হিসাবে তিনি পুলিশ সদস্যদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।সভায় তিনি বলেন,আগামীকাল ১০ ই অক্টোবর বহুল আলোচিত ২১ শে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় দেবেন আদালত।সে উপলক্ষে বিএনপি নেতা কর্মী প্রত্যেক জেলায় নাশকতা বা অরাজকতা চালাতে পারে।সেকারনে খুলনা বিভাগের ১০ টি জেলার পুলিশ অফিসার দের কে সর্বদা সর্তক অবস্থায় থাকতে হবে।কোন অবস্থায় কেউ যদি  জনগনের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের কে কঠোর হস্তে দমন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন ডিআইজি মহোদয়। পরে সভা শেষে ফেরার পথে নড়াইল সার্কিট হাউজ ও পুলিশ সুপারের বাসভবনের মধ্যবর্তী স্থানে অবস্থিত সরকারি বদ্ধ জলাশয়ে “পুলিশ মৎস্য এ্যাকুরিয়াম, নড়াইল” দেখে মুগ্ধ হন এবং পুলিশ সুপারের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া গ্রীন নড়াইল, ক্লিন নড়াইল গড়তে নড়াইল পুলিশ সুপার, মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর এমন মহতি উদ্যোগ তে তিনি স্বাগত জানান ও ভালকাজে অবদান রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কাদের বেগ, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি) ইশতিয়াক হোসেন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবগ।
সুত্রঃজি নিউজ ৭১ ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন