ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এতিমখানার ছাত্রী মারিয়ার বিবাহ অনুষ্ঠান গত শুক্রবার বাদ জুমআ অনুষ্ঠিত হয়। শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা উসমান গণি ও তার সহধর্মীনি মাগুরা জেলার শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান অসহায় এতিম মারিয়া’র অভিভাবক হিসেবে দায়িত্বপালন করেন। এ সময় অন্যানের মধ্যে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আনিসুর রহমান খোকা, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, বড়দাহ এতিম খানার সুপার হাফিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের গোলকনগর গ্রামের বেসরকারি চাকুরিরত পোষ্ট গ্রাজুয়েট বোরহান উদ্দিন নিজ ইচ্ছায় এতিম মারিয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছে পোষন করে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের আলাপচারিতার মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। গত শনিবার দুপুরে বরপক্ষের পরিজনদের শৈলকুপা ইউএনও বাংলোয় বিবাহোত্তর এক ঘরোয়া প্রীতিভোজের মাধ্যমে দম্পত্তিদের বরণসহ সুখময় ভবিষ্যৎ কামনা করা হয়।