জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্বাগতিক কলারোয়া ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে তারা। শনিবার (২৭অক্টোবর) বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলার পুরোটা সময় আক্রমন-পাল্টা আক্রমনে মুখোরিত ছিলো। মুহুর্মুহু উত্তেজনায় মাঠের চারধার কানায় কানায় পূর্ণ ছিলো দর্শকে। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারের পেনাল্টি শটে বিজয়ী ঈশ্বরীপুর ৩টি গোল দিলেও স্বাতিকরা ৩টি শট মিচ করে। রেফারির দায়িত্ব পালন করেন নাছির হোসেন। সহকারী রেফারি ছিলেন মিয়া মো.ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন। চতুর্থ রেফারি ছিলেন মোশাররফ হোসেন। ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহীন, সাইফুজ্জামান, জাহাঙ্গীর হোসেন ও রুস্তম আলী। কলারোয়া পাবলিক ইন্সটিটিউট, এমআর ফাউন্ডেশন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্বাগতিক দলের সাঈদ আলী, সেরা গোলদাতা একই দলের সাইদুর, সেরা গোলকিপার ঈশ্বরীপুরের আমিন হোসেন। আর ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মুকুল। এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ৪০হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দলকে ২০হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকে পুরষ্কার ও অর্থ প্রদান করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। পাবলিক ইন্সটিটিউটের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মদ, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, ক্রীড়া সংস্থার সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরীসহ অন্যরা। এদিকে, দর্শকদের বসার জন্য চেয়ার ভাড়া বাবদ জনপ্রতি ১০টাকা করে উত্তোলন করায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন