সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের নির্মাধীন ভবনের সম্প্রসারণ কাজ পরিদর্শন করেছেন মিশনের সভাপতি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। শুক্রবার জুমআ’র নামাজ আদায় করে তিনি মসজিদ সম্প্রসারণ ও মসজিদের মুসুল্লীদের অভিযোগ শোনেন এবং মুসুল্লীদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন। তিনি বলেন, ‘পীর কেবলার মতাদর্শ অনুযায়ী আহ্ছানিয়া মিশন চলবে। মসজিদের মুসুল্লীদের অসুবিধা হয় এমন কোন কাজ করতে দেওয়া হবেনা। এসময় উপস্থিত মুসুল্লীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, আহ্ছানিয়া মিশন জামে মসজিদের সাবেক সেক্রেটারী শেখ আজিজুল হক, সাংবাদিক মহসীন হোসেন বাবলু, মিশন জামে মসজিদের সাবেক সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, কামরুজ্জামান রাসেল, কাজী মনিরুজ্জামান মুকুল, এড. ফারুক হোসেন, এড. মোনায়েম খান চৌধুরী, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আবু সোয়েব এবেল, আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া প্রমুখ।
উল্লেখ্য, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদ মাল্টি কমপ্লেক্স এর মূল নকশা অনুয়ায়ী মসজিদের আয়তন ছিল ৪২ ফুট + ৬৯ ফুট এবং বারান্দার আয়তন ছিল ২০.৯ ফুট+ ১৬ ফুট। কিন্তু মিশনের বর্তমান কমিটি মসজিদের আয়তন কমিয়ে ৪১ ফুট+ ৩৬ ফুট এবং বারান্দার আয়তন কমিয়ে ২১ ফুট+ ১৬ ফুট করেছে। ফলে নামাজের জায়গা সংকীর্ণ হয়ে পড়েছে। ভবিষ্যতে এখানে মুসুল্লিদের জায়গা সংকুলন হওয়ার সম্ভাবনা নেই। কমিটি মসজিদের জায়গা কমিয়ে দোকানঘর নির্মাণ করার চেষ্টা করছে। এনিয়ে ক্ষোভের প্রেক্ষিতে জেলা প্রশাসক মসজিদটি পরিদর্শন করেন বলে জানা গেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন