জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের ৬৪ টি জেলার জেলা প্রশাসকগণ নানা মুখি সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষ কে।বিশেষ করে খুলনা বিভাগের ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী ছিলো অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ ও ফলপ্রসূ।খুলনা বিভাগের পূণরর্বাসিত ভিক্ষুকরা এখন আর ভিক্ষা করেন না।তারা এখন কেউ ভ্যান চালায়,কেউ তরকারীর ব্যবসা করে জীবন যাপন করেন।খুলনা জেলার পুনরবাসিত ভিক্ষুকদের কে সব সময় খুলনা জেলা প্রশসান মনিটরিং এ রাখেন।
তারই ধারাবাহিকতায় গতকাল প্রথম রমজানে খুলনা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন কয়েক শ এতিম শিশুদের কে সাথে নিয়ে ইফতার করেছেন।সূত্র জানায়,মঙ্গলবার প্রথম রোযায় খুলনা জেলা প্রশাসক বাঙলোতে বিভিন্ন মাদ্রাসা থেকে কয়েক শ এতিম শিশুকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়।পরে ডিসি বাঙলোর শোভাসেটে বসে এতিম শিশুরা জেলা প্রশাসকের সাথে ইফতার করেন ও রাতে নৌশভোজ করেন।
এসময় উক্ত ইফতার অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো:জিয়াউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মঈনুদ্দিন সহ খুলনা জেলার সকল নির্বাহী অফিসার, সহকারি কমিশনারগণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।