প্রথম রমযানে এতিম শিশুদের সাথে ইফতার করলেন খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন।।

দ্বারা zime
০ মন্তব্য 288 দর্শন

 

জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের ৬৪ টি জেলার জেলা প্রশাসকগণ নানা মুখি সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষ কে।বিশেষ করে খুলনা বিভাগের ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী ছিলো অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ ও ফলপ্রসূ।খুলনা বিভাগের পূণরর্বাসিত ভিক্ষুকরা এখন আর ভিক্ষা করেন না।তারা এখন কেউ ভ্যান চালায়,কেউ তরকারীর ব্যবসা করে জীবন যাপন করেন।খুলনা জেলার পুনরবাসিত ভিক্ষুকদের কে সব সময় খুলনা জেলা প্রশসান মনিটরিং এ রাখেন।


তারই ধারাবাহিকতায় গতকাল প্রথম রমজানে খুলনা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন কয়েক শ এতিম শিশুদের কে সাথে নিয়ে ইফতার করেছেন।সূত্র জানায়,মঙ্গলবার প্রথম রোযায় খুলনা জেলা প্রশাসক বাঙলোতে বিভিন্ন মাদ্রাসা থেকে কয়েক শ এতিম শিশুকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়।পরে ডিসি বাঙলোর শোভাসেটে বসে এতিম শিশুরা জেলা প্রশাসকের সাথে ইফতার করেন ও রাতে নৌশভোজ করেন।

এসময় উক্ত ইফতার অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো:জিয়াউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মঈনুদ্দিন সহ খুলনা জেলার সকল নির্বাহী অফিসার, সহকারি কমিশনারগণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন