দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে।এ প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রনালয় ও অধীনস্থ সংস্থা ও দপ্তর নিম্নের নির্দেশ অনুসরন করবে:

১। বনার্ত জনগনকে সহায়তা প্রদান।
২। নৌযান দিয়ে মানুষ আশ্রয় কেন্দ্রে প্রেরন।
৩। নৌযান দিয়ে ত্রান সামগ্রী বন্যার্তদের মধ্যে পৌছানো।
৪। নিজের স্থাপনা ও সাজ সরন্জাম রক্ষা করা।
৫। পানি উন্নয়ন বোর্ডের বাধঁ রক্ষায় সহায়তা দান।
৬। নাবিকগন সতর্ক ভাবে নৌযান পরিচালনা করবেন।
৭। নৌযান ও যাত্রীদের নিরাপত্তা বিধান।
৮। পানিতে ডুবে শিশু মৃত্যু রোধ করনে সহায়তা দান।

তাছাড়াও কৃষকভাইদেরকে অতিরিক্ত বীজতলা প্রস্তুত রাখতে অনুরোধ করা হলো।
বন্যা সংক্রান্ত তথ্য জানতে হট লাইন ১০৯০ তে ফোন করেন।

নির্দেশনায়–

জনাব মোঃআবদুস সামাদ ,সচিব,নৌপরিবহন মন্ত্রনালয়,বাংলাদেশ।     





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন