বর্তমানে মারাত্মক এক ভয়াবহতার নাম ডেঙ্গু। সমগ্র বাংলাদেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আক্রান্ত হয়েছে অনেকেই, মৃত্যুবরণ করেছেও বেশ মানুষ। জনমনে প্রচুর ভীতি কাজ করছে। সচেতন সমাজ, সরকারী-বেসরকারী দল, সামাজিক স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনসহ সাধারণ জনগণ এই ভয়ানক ডেঙ্গুর বিপরীতে নিয়েছে অবস্থান। করছে অনেক সচেতনতামূলক প্রচার-প্রচারণা। তারই ধারাবাহিকতায় “পরিছন্ন রাখবো পরিবেশ, গড়বো ডেঙ্গু মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও যশোর মেডিকেল কলেজের সহযোগিতায় এবং যশোরের স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংস্থা আমার যশোর, স্বজন সংঘ ও কম্পিউটার ওয়ার্ডের আয়োজনে মঙ্গলবার সকালে যশোর জিলা স্কুলে ও যশোর সরকারি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিকার ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
যশোর জিলা স্কুলে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এ.কে.এম গোলাম আজম এবং যশোর সরকারি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা লায়লা শিরীন সুলতানা।
পৃথক দুটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার যশোরের নির্বাহী পরিচালক অজয় দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বজন সংঘের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাধন কুমার দাস, কম্পিউটার ওয়ার্ডের প্রতিষ্ঠাতা আজমল ফাহিম আবির, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা (দীবা) লুতফুননাহার। সেমিনার পরিচালনা করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎক ডা. সৌরভ রায় মৈত্র।
এসময় উপস্থিত ছিলেন, স্বজন সংঘের সহকারী সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার নন্দী, দপ্তর সম্পাদক সঞ্জয় মণ্ডল, যশোর মেডিকেল কলেজ অভ্যুদয় এর সদস্য শোয়াইব মোর্শেদ, মিশরি হিরা, অর্চি রিচিল, মিতা রানী দাস টুকু, কম্পিউটার ওয়ার্ডের ইফাত ইসলাম মারুফ, মোঃ আখতারুজ্জামান তুহিন, মোঃ রাসেল খান, জসিম খান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুদ্দিন আহমেদ খান শিহাব।