নগরীতে রাত আটটার পুর্বে পন্যবাহী যানবাহন প্রবেশ করতে পারবেনা : ঈদুল আযহা ব্রিফিংয়ে এসপি নুরুল ইসলাম।।

দ্বারা zime
০ মন্তব্য 186 দর্শন

 

ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা পরিবহন মালিক,শপিং মলের ব্যবসায়ী ও মার্কেট মালিকদেও সাথে পুলিশ সপিার সৈয়দ নুরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ আগষ্ট মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বকতব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার,পিপিএম ।

তিনি বলেন, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে পট্রতিটি শপিংমল ,ব্যবসা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের নিজ উদ্যোগে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছা সেবক নিয়োগের ব্যবস্থা করতে হবে। শপিং মলে ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধাজনক স্থানে প্রয়োজনীয় সংখ্যক আইপিও নাইট ভিশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য। শপিংমল ব্যবসা প্রতিষ্ঠানে সন্দেহজনক কোন লোক দেখলে তাৎক্ষনিকভাবে মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেও অবহিত করতে হবে। নগরীতে রাত আটটার পুর্বে পন্যবাহী যানবাহন প্রবেশ করতে পারবেনা। এবং মালামাল উঠানামা করা যাবেনা। এবিষয়ে জেলা ট্রাফিক টিআইকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কান্দিরপাড় থেকে রাজগঞ্জ পর্যন্ত মার্কেটের সামনে অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাত উচ্ছেদ করতে মার্কেটের মালিক স্বেচ্ছাসেবকদেও নিয়ে কোতয়ালী থানার ওসি ,টিআইসহ পুলিশ সদস্যদেও অনুরোধ করেন। চকবাজার রাস্তার উপর অবৈধ সিএনজি সরাতে হবে। রাস্তার উপর যেন দীর্ঘক্ষণ বাস দাড়িয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ইষ্টার্ন ইয়াকুব প্লাজার সামনে প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। মার্কেট বা শপিং মলের নিরাপত্তা ক্ষেত্রে যে কোন সমস্যা তাৎক্ষনিকভাবে থানার ওসিকে অবহিত করতে হবে। শপিংমলে নিয়োজিত নিজস্ব নিরাপত্তা কর্মীকে নিজস্ব উদ্যোগে হ্যান্ড মেটাল ডিরেক্টও সরবরাহ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্রাদি গুদামজাত কওে কৃত্রিম সংকট করা যাবেনা। শহরের রাস্তার পাশে শপিং মলের কাছে যেন যানবাহন পার্কিং না করা হয়। পওে তিনি ডেঙ্গু প্রতিরোধে অপপ্রচার না কওে সকলকে সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহবান জানান। অন্যান্যেও মাঝে বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান , বাস মালিক সািমতির নেতা অধ্যক্ষ কবির আহমেদ ,ট্রাক মালিক সমিতি নেতা আব্দুস সালাম ও তাজুল ইসলাম প্রমুখ। ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ী ও পরিবহন মালিকদের সাথে বক্তব্য রাখছেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন