নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, গাড়ি দুর্ঘটনায় আহত বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায়ের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। এ দুর্ঘটনার জন্য অপরাধিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস এবং পঙ্গু হাসপাতালের পরিচালক আব্দুল গনি মোল্লাহ উপস্থিত ছিলেন
প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকরা কৃষ্ণা রায়ের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করছেন। এর থেকে জটিল চিকিৎসার সক্ষমতা আমাদের রয়েছে। কৃষ্ণা রায়ের একটি পা ফেরত পাওয়া যাবেনা, তবে তাকে সুস্থ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কৃষ্ণা রায়ের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় অবহিত রয়েছে। আইন শৃংখলা বাহিনী তদন্ত করে অপরাধিদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করবে। তিনি কৃষ্ণা রায়ের স্বামী রাধা শ্যাম চৌধুরী ও তার ছেলে কৌশিকের সাথে কথা বলে তাদেরকে সান্ত্বনা দেন।