সাতক্ষীরায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পূজা উদযাপন কমিটির সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, প্রত্যেকটি পূজা মন্ডপে কড়া নিরাপত্তা দেবে পুলিশ।তিনি বলেন প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত প্রত্যেকটি পূজা মন্ডমে নিচ্ছিদ্র নিরাপত্তা দেবে পুলিশ।পুলিশ সুপার বলেন ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ গুলো আমাদের মার্ক করা আছে। সেখানে বিশেষ গোয়েন্দা তৎপরতা থাকবে। কোন অবস্থায় কেউ পূজা মন্ডপে ঢুকে প্রতিমা ভাংচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেনা। বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তি বা গোষ্টির উদ্যেশে বলেন পূজা মন্ডপের প্রতিমায় হাত দিলে তার হাত ভেঙে দেওয়া হবে।তাই স্বাধীনতা বিরোধী অপশক্তিরা সাবধান হয়ে যান।এসময় পুলিশ সুপার পূজা মন্ডপের আসেপাশে যাটজট নিরসনে ট্রাফিক বিভাগ কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।।
মতবিনিময় সভায় এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইয়াছিন আলী,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,অপরাধ শাখার ইনচার্জ আলী আহমেদ হাশমী, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত ওসি হারাণ চন্দ্র পাল,ট্রাফিক পুলিশের টেঙ্গু ওয়ান কামরুল ইসলাম, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,কোর্ট ইন্সপেক্টর অমল কুমার, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা,পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম, তালা থানার ওসি মেহেদী রাসেল সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলার সকল উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।