জমকালো আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলায় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) ২০১৯ উদ্বোধন করা হয়েছে।শনিবার সকাল ৯ টায় সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষনা করা হয়।সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী চীফ গেষ্ট হিসাবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে ফিতা কেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডাইনামিক ডেপুটি ডাইরেক্টর রওশন আরা জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন এডি(সিসি) ডা.জিএম মুজিবুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নকিবুল হাসান(বিসিএস,প:প:) মেডিকেল অফিসার ক্লিনিক ডা.লিপিকা বিশ্বাস,মেডিকেল অফিসার Momch-fp ডা.আমিনুর রহমান প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেখানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর রওশন আরা জামান (বিসিএস-১৮ পঃপঃ) সেবা সপ্তাহ উপলক্ষে সকল কে লক্ষ মাত্রা অর্জন করার তাগিদ দেন পাশাপাশি সেবার মন নিয়ে সহকর্মীদের কে সরকারি কাজ করার আহবান জানান।

এসময় জেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সুপার আবু তালেব,জিল্লু,শাহানারা খাতুন,তাসলিমা খাতুন সহ সাতক্ষীরা সদর অফিসের রোশেনা আক্তার পিন্টু,  ইউএফপিএ সামিউল ইসলাম,ইউএফপিএ মাছুম বিল্লাহ,নিয়াজ, এফপিআই আব্দুল ওয়াব,এফপিআই মেহেদী হাসান সহ সকল স্টার্থবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন