সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক কৃত মাদক ব্যবসায়ীর নাম হামিদ সরদার (৫০) ।সে ভোমরার হাড়দ্দা গ্রামের মৃত আবদুর রহমান ছেলে।
সাতক্ষীরা থানা পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ,এএসআই মনিরুল, এএসআই আবু তাহের, এএসআই এমায়দুল,কনস্টেবল একরামুল,কনস্টেবল গফ্ফার,কনস্টেবল আশিক ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাড়দ্দা গ্রামে অভিযান চালায় পুলিশ।অভিযানে ১৪০ বোতল ফেন্সিডিল সহ হামিদ সরদার কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রতিবেদক কে বলেন “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার “উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা থানা পুলিশ নিরবিচ্ছিন্ন ভাবে মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছে।তারই ধারাবাহিকতায় গতকাল ভোমরার হাড়দ্দা থেকে ১৪০ বোতল ফেন্সিডিল সহ হামিদ সরদার নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছেন। তিনি আরো জানান ধৃত আসামীর নামে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।