জেলা প্রশাসনের মোবাইল কোর্টে আইনজীবী সহকারী সমিতির ভবন সিলগালা

দ্বারা zime
০ মন্তব্য 475 দর্শন

 

জাহিদ হোসেন : সাতক্ষীরায় আইনজীবী সহকারী (ক্লাক) ভবনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(২৪ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রুমে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় রুমের তালা ভেঙ্গে ভিতরে থাকা বিভিন্ন টেবিলের ড্রয়ার থেকে বিআরটিএ অফিসের আওতাধীন বিভিন্ন গাড়ির কাগজপত্র, কর্মকর্তা ও চিকিৎসকদের জাল সিল, নগদ ৩৮ হাজার ৩শ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে রুমের মালিক নয়ন, বাবলু ও মামুন পালিয়ে যায়। পরে কাউকে না পেয়ে রুমটি সিলগালা করে আদালত।এসময় সাতক্ষীরা থানা পুলিশ মোবাইল কোর্টকে সর্বাত্মক সহযোগিতা করেন।     





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন