খুলনা রেঞ্জের ফেব্রুয়ারি/২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায়
খুলনা রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি/২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।
সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ অফিসারদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন ।
অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন এন্ড ফিন্যান্স মোঃ হাবিবুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশন) এ কে এম নাহিদুল ইসলাম,বিপিএম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশান) আবুহেনা খন্দকার অহিদুল করিম,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ,সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত,বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ আলী, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান,মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী, ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন সহ রেঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন।