‘করোনা ভাইরাস’ সংক্রমণে বৈশ্বিক অচলাবস্থায় স্বজনদের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা ‘লিনেট ফাইন আর্টস একাডেমি’ ও ‘আজমল স্মৃতি সংসসের পরিচালক জনাব আবু আফ্ফান রোজ বাবু। সোমবার সকালে খেটে-খাওয়া দিনমজুর দের মাঝে তিনি ৫ কেজি চাল, ৫ কেজি ঢাল,২ কেজি পিয়াজ, ৩ কেজি আলু ও ১ লিটার সয়াবিন তেল প্রদান করেন।এসময় ২০ জন খেটে খাওয়া মানুষ কে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
ত্রান বিতরণ কালে লিনেট ফাইন আর্টস একাডেমির পরিচালক আবু আফ্ফান রোজ বাবু বলেন এই ত্রান নিয়ে আপনারা বাড়িতে থাকবেন কোন রকম বাহিরে বের হওয়ার চেষ্টা করবেন না।মনে রাখবেন করোনা ভাইরাস একটি ছোয়াছে রোগ। তাই আপনারা নিজে বাঁচুন ও অপর কে বাঁচাতে সহযোগিতা করুন।