করোনা ভাইরাসের সার্বিক বিষয় ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয়ভাবে ত্রাণ বিতরণের লক্ষ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা  মীর মোস্তাক আহমেদ রবি।


এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম মোস্তাকিম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মোল্যা, সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন প্রমুখ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ত্রাণ বিতরণ সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের পত্রের আদেশে ত্রাণ পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এ আলোচনা সভায় ২১ সদস্য উপজেলা কমিটি, ১৯ সদস্য ইউনিয়ন কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি আগামী ৫ দিনের মধ্যে গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে যেই ব্যক্তি প্রকৃত ত্রাণ পাওয়ার যোগ্য সেই সব অসহায় মানুষের তালিকা প্রস্তুত ও ত্রাণ বিতরনে সহযোগিতা করবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন