করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রাণ তহবিলে মুক্তিযোদ্ধা নুর আলী গাজী’র তিন মাসের মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান
মাহফিজুল আক্কাস : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রাণ তহবিলে অসহায় মানুষের জন্য সহায়তা স্বরুপ তিন মাসের মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান করেছেন ভোমরা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর আলী গাজী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় তিন মাসের মুক্তিযোদ্ধা সম্মানীভার অর্থ দিয়ে ক্রয় করা ১ মেঃ টন চাউল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের কাছে হস্তান্তর করেন মুক্তিযোদ্ধার পুত্র ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী আশরাফুল ইসলাম বাবলু।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা নুর আলী গাজী যেমন বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তেমনি বর্তমান দূর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার আহবানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা আওয়ামী লীগের ত্রাণ তহবিলে তার তিন মাসের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান করেছেন। আমরা আশাবাদী বর্তমান এই দূর্যোগ প্রতিরোধে বীর মুক্তিযোদ্ধা নুর আলী গাজী’র মত বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহায়তা প্রদান করে এগিয়ে আসবে অসহায় মানুষের সেবা করতে। সরকারের পাশা পাশি সমাজের বিত্তবানরা যদি মানব সেবায় স্ব-স্ব অবস্থান থেকে সহায়তা করতে এগিয়ে আসে তাহলে অসহায় মানুষদের ঘরে ফেরানোর পাশা পাশি করোনা প্রতিরোধে আমরা খুব দ্রুত সফল হবো ইনশাল্লাহ।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. আল ফেরদাউস আলফা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাবেক ছাত্র নেতা জি এম ওয়াহিদ পারভেজ, সাবেক ছাত্র নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিমুন শামস্ প্রমুখ।