বর্ষাকাঁদা উপেক্ষা করে কলারোয়ায় বেলতলায়(যশোর থেকে সাতক্ষীরা প্রবেশের মুখে) লক ডাউন চেক পোস্ট পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) কলারোয়া বেলতলা এলাকায় আকষ্মিক লড ডাউন চেকপোস্ট পরিদর্শনে যান।পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার রাস্তায় চলাচল রত বিভিন্ন মালবাহী ট্রাক,যাত্রী বাহী পিক-আপের ড্রাইভার ও যাত্রীদের সাথে কথা বলেন।

এসময় ট্রাকভর্ত্তি মানুষ দেখে পুলিশ সুপার তাদের গাড়ি থামান পরে তারা জানান তারা যশোর সেনাবাহিনীর আন্ডারে ১৪ দিন কোয়ারেন্টাইন খেটে তারপর জেলায় আসছে। তখন পুলিশ সুপার তাদের কে জেলায় প্রবেশের অনুমতি দেন।কলারোয়া থেকে যেসব কৃষক ধান কাটতে বাহিরে যাবেন এমন ১০-১২ জন কৃষকের গায়ের তাপমাত্রা মেপে ও শারিরীক পরীক্ষা করে   তারপর তাদের কে যাওয়ার অনুমতি দেন পুলিশ সুপার।

এবিষয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন প্রতিবেদক কে জানান আমরা চেকপোস্ট তল্লাশির সময় ১৫-২০ জন লোক কে একটি ট্রাক যোগে সাতক্ষীরা প্রবেশ করার সময় বাধা দেই। পরে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা ইন্ডিয়া থেকে  বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আসলে যশোর সেনাবাহিনী তাদের কে ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে আজ বাড়ি যাওয়ার অনুমতি দেয়।পরে তাদের কে সাতক্ষীরায় প্রবেশের অনুমতি দেন পুলিশ সুপার মহোদয়।

লক ডাউন চেকপোস্ট পরিদর্শন কালে  এসময় পুলিশ সুপারের সাথে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,ডিবির ওসি মহিদুল ইসলাম,কলারোয়া থানার ওসি মুনীর উল গিয়াস ,ডিবির পরিদর্শক তদন্ত হারাণ চন্দ্র,ট্রাফিক পরিদর্শক হাসান মল্লিক,ট্রাফিক সার্জেন্ট অনিমেষ রায়,ট্রাফিক সার্জেন্ট মুকুল, ডিবির সেকেন্ড অফিসার হাফিজ, এসআই ফরিদ, এসআই মনির, এসআই মোস্তফা,এএসআই রফিক সহ কলারোয়া থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন