করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরা থেকে বাইরের জেলায় যাওয়া বা আসা বন্ধে জেলার প্রবেশদ্বারে বসানো হয়েছে চেক পোস্ট। জেলার এই সীমান্ত চেক পোস্টে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধে গত তিন সপ্তাহে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৬৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সময়কালে ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মামলার এই হিসেব তুলে ধরে বলেছেন, অতীব জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবেন না। মামলা খাবেন না।