আকরামুল ইসলাম : সাতক্ষীরায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর করোনা রিপোর্ট পজেটিভ ধরা পড়ে। করোনা ভাইরাসে আক্রান্ত ওই রোগী বর্তমানে নিজ বাড়িতেই রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মেহেদী নেওয়াজ বৃৃহস্পতিবার সন্ধ্যাে পর বিষয়টি নিশ্চিত করেন।

করোনা ভাইরাসে (৩৫) আক্রান্ত ওই রোগী সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা ঋশিল্পীতে হ্যান্ডিক্রাফটের প্রডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত।

করোনা ভাইরাসে আক্রান্ত ওই যুবক জানান, ত্ ৭-৮ দিন আগে রাণ দেওয়ার কাজ করেছি । সাতক্ষীরা শহরের সুলতানপুর ও ভোমরা ইউনিয়নের আলীপুর এলাকায় সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি । গত মঙ্গলবার থেকে একটু মাথা ব্যাথা করছিল। এরপর গত ২৮ তারিখে পাটকেলঘাটা থানার কুমিরা কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে শরীরের নমুনা দিয়ে আসি। এরপর থেকে আর কোথাও যাইনি, বাড়িতেই রয়েছি।

তিনি জানান, বর্তমানে শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রী। গতকাল থেকে জ্বর নেই। হালকা সর্দি আছে। গায়ে ব্যাথা নেই। নমুনা দিয়ে আসার পর থেকে বাড়িতে আলাদা রয়েছি। স্ত্রী, সন্তানসহ পরিবারের কারো সংস্পর্শে যাইনি। কিছুক্ষণ আগে ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ফোন করে জানিয়েছে, আমার শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত বলেন, কিছুক্ষণ আগে মোবাইল ফোনে খুলনা থেকে বিষয়টি জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি টিম করোনা শনাক্ত হওয়া ওই যুবকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন