করোনাযুদ্ধে ইন্সপেক্টর রাজু আহম্মেদের মৃত্যুতে আইজিপি’র শোক

করোনাযুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ ইন্সপেক্টর রাজু আহম্মেদের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে আইজিপি বলেন, চলমান করোনাযুদ্ধে আজ আমরা একজন পুলিশ ইন্সপেক্টর-কে হারালাম। পেশাদার ও দক্ষ এ কর্মকর্তা জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে করোনক্রান্ত হয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। দেশসেবা ও মানব কল্যাণে তার এ সুমহান অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

পুলিশ প্রধান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আইজিপি বলেন, দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের অকুতোভয় বীর সদস্যরা।করোনাযুদ্ধে এ পর্যন্ত আমাদের ১৩ জন প্রিয় সহকর্মী জীবন উৎসর্গ করলেন। এ শোকাবহ অবস্থার মধ্যেও প্রতিটি পুলিশ সদস্য অবিচল আস্থা ও দৃঢ় মনোবলের সাথে জনগণকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশ দেশের যে কোনো প্রয়োজন ও সঙ্কটে সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন