“সুন্দরবনের ৬ কিশোর উদ্ধারের কল রেসপন্ডার পপি আক্তারকে ক্রেস্ট প্রদান”
বিগত ২৭ তারিখে সুন্দরবনে পথ হারিয়ে ফেলা ৬ কিশোর কল করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ। কলটির প্রথম রেসপন্ডার ছিলো কল টেকার পপি আক্তার। কল রিসিভ করে ঘটনার গুরুত্ব বুঝে তাদের উদ্ধারের ব্যবস্থা করতে তৎপর হয়ে উঠে।
শরণখোলা থানা, বন বিভাগ এবং এসপি বাগেরহাট কে জানানোর সাথে সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে থাকে তাদের সাথে। নানানভাবে তাদের কাছে থাকা মোবাইল ফোন ডিভাইস দিয়ে লোকেশন খুজেঁ বের করার। এক পর্যায়ে জানতে পারে কিশোরদের মোবাইলের ব্যালেন্স শেষ। সাথে সাথে কারও জন্য অপেক্ষা না করে নিজের পকেট থেকে টাকা দিয়ে মোবাইল রিচার্জ করে দেয়। ইমার্জেন্সি ফাস্ট রেসপন্ডার হিসাবে তার সার্বোচ্চ চেষ্টা আর আন্তরিকতা ছিলো কিশোরদের উদ্ধার তৎপরতা শুরু করার জন্য।

পপি আক্তারের এই চেষ্টা আর আন্তরিকতাকে আরও উৎসাহীত করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি জনাব তবারক উল্লাহ, বিপিএম তাকে ক্রেস্ট প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন