আজ ১১ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগ ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি উদযাপন করেছে।

শনিবার সকালে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক রওশন আরা জামানের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষ থেকে জুম কনফারেন্সেসের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুম কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক মো:বদিউজ্জামান প্রধান অতিথি হিসাবে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।

জুম কনফারেন্সে এসময় এডিসিডি ডা.জিএম মুজিবুর রহমান,সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নকিবুল হাসান,সিভিল সার্জনের প্রতিনিধি ড.কাফি, আশাশুনি উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার মো:জাহাঙ্গীর আলম,এমও ক্লিনিক ডা.লিপিকা বিশ্বাস সহ জেলার সাত উপজেলার ফ্যামিলি প্লানিং অফিসার, সাত উপজেলার এমওএমসিএইচ এফপি জুম কনফারেন্সেসে যুক্ত ছিলেন।

জুন কনফারেন্স শেষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক রওশন আরা জামান গত জুন/১৯ থেকে জুন/২০ পর্যন্ত পারফরমেন্স মুল্যায়ন করে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ কে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসাবে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন।আজ কের পুরস্ককার সহ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ টানা চতুর্থ বারের মত শ্রেষ্ঠ উপজেলা হিসাবে পুরুস্কার পেলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে বিভিন্ন উপজেলার অফিসার,এসএসিএমও এফপিআই,এফডব্লুউভি ও এফডব্লুউএ দের পারফরমেন্স অনুযায়ী পুরস্কার প্রদান করেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক রওশন আরা জামান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন