মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মুজিব শতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেছেন।
বুধবার বেলা ১১ টার দিক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নবনির্মিত ভবনের সামনে নিজে হাতে বকুল ফুল গাছের চারা রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক জনাব রওশন আরা জামান।
এসময় সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নকিবুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সামিউল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মাছুম বিল্লাহ উপস্থিত ছিলেন। এর পরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যান গাছের চারা রোপণ করতে। সেখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.লিপিকা বিশ্বাসের সার্বিক আয়োজনে গেটের সামনে বকুল ফুলের চারা রোপণ করেন ডেপুটি ডাইরেক্টর রওশন আরা জামান। সেখান থেকে উপপরিচালক গাড়িতে করে বকুল ফুলের চারা নিয়ে যান আলিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে।
এরপর আলিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গেটের সামনে বকুল ফুলের চারা রোপণ করেন উপপরিচালক রওশন আরা জামান। এসময় সেখানে সাতক্ষীরা সদর উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার নকিবুল হাসান, টিএফপিএ সামিউল ইসলাম,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুবিনা, এফপিআই আব্দুল ওহাব সহ সংশ্লিষ্ট এলাকার এফডব্লুউএ গণ উপস্থিত। এদিকে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষনার পরপর ই এক যোগে আশাশুনি, তালা-কারিগজ্ঞ,দেবহাটা-কলারোয়া ও শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আওতাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৃক্ষ রোপণ করেন।