১৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৯৮ জন কর্মকর্তা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে।
পদন্নোতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিধি শাখার যুগ্ম সচিব জনাব আবুল কাশেম মো: মহিউদ্দিন, বিদ্যুৎ ও জালানী মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব জনাব নাজমুল আহসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনায়ের যুগ্ম সচিব জনাব খায়রুল আলম শেখ সহ বিভিন্ন মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত আরো ৯৫ জন যুগ্ম সচিব কে অতিরিক্তি সচিব পদে পদন্নোতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রানলায়।
পদোন্নতিপ্রাপ্ত ৯৮ কর্মকর্তাকে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।
‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী এসব পদে পদোন্নতি দেওয়া হয়।
৯৮ জনকে পদোন্নতি দিয়ে এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৬১১, যা পদের চেয়ে প্রায় পাঁচগুণ।
প্রশাসনে এখন অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি।
এদিকে অতিরিক্ত সচিব পদে পদন্নোতি পাওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল
সাতক্ষীরা জেলার সাবেক দুই কিংবদন্তী জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন ও নাজমুল আহসান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।