গাজীপুর পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে মাননাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব সংক্রান্তে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে গাজীপুর পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে গাজীপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম(বার),পিপিএম(বার)।

এসময় গাজীপুর জেলা পুলিশের উদ্ধর্ত্তন কর্মকর্তা গণ উপস্থিত ছিলের। এর আগে রবিবার সকালে ঢাকা রেজ্ঞের ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার বার্ষিক পরিদর্শন করেন। 

একই দিন বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে  ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা ভলিবল টুর্ণামেন্ট-২০২০ এর চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় গাজীপুর জেলা পুলিশ বনাম নারায়নগঞ্জ জেলা পুলিশ অংশগ্রহন করে। তীব্র প্রতিদন্ধিতাপূর্ণ ফাইনালে নারায়নগঞ্জ জেলা পুলিশ গাজীপুর জেলা পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা  পুলিশ সুপার  শামসুন্নাহার পিপিএম। এ সময় গাজীপুর ও নারায়গঞ্জ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন