বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন(বিপিএসএ)।

১০ অক্টোবর বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসোসিয়েশনের সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত মেধাবী এই কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রাজধানীর একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কের ২৮১ নম্বর বাড়িতে অবস্থিত মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি-অ্যাডিকটেড হাসপাতালে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন