পুলিশি সেবা জনগণের কাছে দ্রুত পৌঁছে দেয়ার লক্ষ্যে ঢাকা রেঞ্জে অত্যাধুনিক ‘অপারেশন্স, কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার’ স্থাপন করা হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ০২ ডিসেম্বর ২০২০ সকালে এ সেন্টার উদ্বোধন করেন। এ সময় ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নব স্থাপিত এ সেন্টারের সাথে রেঞ্জের ১৩টি জেলার ৯৬টি থানাকে সিসি ক্যামেরার মাধ্যমে সংযোগ করা হয়েছে। ৯৬ থানার ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও সেন্ট্রি বক্সের
প্রতিটিতে একটি করে তিনটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ১৩টি জেলা সদর, ৪টি ফেরিঘাট এবং মহাসড়কের রোড জংশনসমূহ মনিটরিংয়ের জন্য সিসিটিভি সংযোগ চলমান রয়েছে।
এর মাধ্যমে থানার ডিউটি অফিসারের কার্যক্রম, হাজতে থাকা আসামির গতিবিধি এবং সেন্ট্রি ডিউটি পর্যবেক্ষণ করা যাবে। ফেরিঘাট এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলের ট্রাফিক ব্যবস্থা মনিটর করা যাবে।