শেখ আরিফুল ইসলাম আশা: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও জনসাধারণ কে সচেতন করতে তৎপরতা বৃদ্ধি করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে সাতক্ষীরা শহরে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালিটি সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট চত্ত্বরে গিয়ে শেষ হয়।


র‌্যালিতে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,সদর উপজেলার সহকারি কমিশনার আসাদুজ্জজামান,  স্বাস্থ্য ও প: প:কর্মকর্তা ডা.মাহবুবুুুর রহমান,জেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান  সহ সদর উপজেলাা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ তিন শতাধিক স্বেচ্ছাসেবক।


র‌্যালি শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, এখন থেকে প্রত্যেকটি দোকানদারকে নো মাস্ক নো সার্ভিসের আওতায় আনা হচ্ছে। যদি মাস্ক ছাড়া কেউ কোন পণ্য ক্রয় বিক্রয় করে তবে ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন