খুলনা জেলা ডিবি পুলিশ অভিযান চালিযে ৬০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ডিবি পুলিশ জানায়,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনা মোতাবেক খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ গোপাল চন্দ্র রায় এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন যুগ্নিপাশা গ্রামস্থ জনৈক রফিক মোল্লা পিং-মৃত সুরমান মোল্লার বাড়ির সামনে খুলনা টু যশোর মহাসড়কে তিন রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ ফারুক হোসেন চাকলাদার (৪৭), পিতা- মৃত জিন্নাত আলী চাকলাদার, মাতা-মৃত জরিনা বেগম, সাং-বুইকারা(ওয়াড নং -০৭ তহমিনার বাড়ির ভাড়াটিয়া), থানা-অভয়নগর, জেলা-যশোর কে ধৃত পূর্বক তার হেফাজত হতে একটি সিমেন্টের বস্তার তৈরী প্লাস্টিকের ছোট বাজার করা ব্যাগের মধ্যে বাঁশপাতা কাগজ ও বাদামি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় রক্ষিত ৬০০ (ছয়শত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ১৮/১২/২০২০ খ্রিঃ তারিখ ১৫.০৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন।
আটকে বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা ডিবির ওসি জানান, এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে ফুলতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।