সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামালের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল আমিন জানান, স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে দাফন করা হবে।
এদিকে জেলা প্রশাসকের পিতার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরা জেলা ব্যাপী শোকের ছায়া নেমে আসে। জেলা প্রশাসকের পিতার মৃত্যুর খবর শুনে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আফম রুহুল হক,সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,সাতক্ষীরা ১ নং আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার, সাতক্ষীরার সিভিল সার্জন ডা:হুসাইন সাফায়াত,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামান,প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা বিএমএ’র সিনিয়র সহ-সভাপতি ও অবসর প্রাপ্ত সিভিল সার্জন ড:মো:এবাদুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,চেম্বার অফ কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, জেলা শিল্প কলা একাডেমীর পক্ষে আবু আবু আফ্ফান রোজ বাবু, শামিমা পারভীন রত্না, মুশফিকুর রহমান মিল্টন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা।