মানব প্রাচার প্রতিরোধ কমিটির ভূমিকা ও দায়িত্ব’ শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 137 দর্শন

 

 

বৃহম্পতিবার সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে মানব প্রাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা, ২০১৮-২০২২ এর আলোকে ‘মানব প্রাচার প্রতিরোধ কমিটির ভূমিকা ও দায়িত্ব’ শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভা।

বিভাগীয় প্রশাসন, খুলনা’র আয়োজনে এবং জেলা প্রশাসন, খুলনা’র ব্যবস্থাপনায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি ।

খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন পিএএ এঁর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা হোসেন আলী খোন্দকার , খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জিয়াউর রহমান, অতি মোঃঅতিরিক্ত জেলা প্রশাসক ইউসুপ আলী সহ খুলনা বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অগ্রগতি সংস্থাসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন