করোনার টিকা দান কর্মসূচির ৫ম দিনে টিকা নিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার(এসপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার। 

১১ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার ) নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে(খানপুর) টিকা নেন তিনি।

এরআগে, গত ৭ ফেব্রুয়ারী ( রোববার ) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে(ভিক্টোরিয়া) জেলার সিভিল সার্জনের টিকা নেয়ার মধ্য দিয়ে জেলায় টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোস্তাইন বিল্লাহ, ও তৃতীয় দিনে জেলার করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে(খানপুর) টিকা নেন।

টিকা গ্রহণের পর নারায়নগজ্ঞের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান,টিকা গ্রহণের পর থেকেই আমি স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছি। কোনো রকম সমস্যা হচ্ছেনা। তাই যারা এখনো টিকা নিতে সংকোচ বোধ করছেন তারা আর দেরি না করেই আজই রেজিষ্ট্রেশন করে করোনার টিকা গ্রহণ করুন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন