ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে জমকালো আয়োজনে কেক কেটে আনন্দ উদযাপন করছেন সাতক্ষীরা জেলা পুলিশ।রবিবার বিকাল সাড়ে ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিশাল আকৃতির একটি কেক কেটে দিনটি উদযাপন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।
পুলিশ সুপারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল,সাতক্ষীরা পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার,সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্জ আবুল কালাম আজাদ,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু,সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী,দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রষাসন) মো:আবজাল হোসেন,সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার শামসুল হক,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,সাতক্ষীরা থানার ওসি আসাদুজ্জামান,জেলা ডিবির ওসি ইয়াছিন আমল চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টের হাসান মল্লিক সহ সাতক্ষীরা পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।কেক কাটা অনুষ্ঠান শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অতিথিবৃন্দ ব্যক্তব্য প্রদান করেন।
পরে সন্ধায় সাতক্ষীরা জেলা পুলিশ রাজ্জাক পার্কে সাংস্কৃতি সন্ধার আয়োজন করে।