ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ উপলক্ষ্যে পুলিশ নারী কল্যান (পুনাক) কর্তৃক আলোচনা সভা

দ্বারা zime
০ মন্তব্য 194 দর্শন

 

১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন সেটি কোনো জেগে উঠার আহবান ছিল না, বরং সেটি ছিল স্বাধীনতা সংগ্রামের চুড়ান্ত ডাক। বঙ্গবন্ধুর সে ডাক শুনে বাংলার আপামর জনতার মাঝে মুক্তির গণজোয়ার জেগে উঠেছিল বলেই আজ বিশ্বের বুকে বাংলাদেশ নামক আমাদের প্রিয় এ মাতৃভূমির জন্ম হয়েছিল।

রাজধানীর রমনায় অবস্থিত পুনাক এর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে পুনাক কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জা এসব কথা বলেন।

স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকিতে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে পুনাকের পক্ষ হতে দেশবাসিকে শুভেচ্ছা জানান। সে সাথে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে আজকে বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জনের নেতৃত্ব দানকারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে পুনাকের নির্বাহি পরিষদের অন্যান্য নেত্রীবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন