দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ হেড কোয়াটার্সের ডিআইজি (প্রশাসন এন্ড ডিসিপ্লিন) মোঃ আমিনুল ইসলাম ।বৃহস্পতিবার সন্ধার পরে ঈদের চাঁদ দেখে ডিআইজি আমিনুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেইজবুক আইডিতে দেশ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্টাটাস দেন।স্টাটাস টি নিচে হুবাহু তুলে ধরা হল:-
সময় বয়ে যায়!!
এর শুরুটা কোথায় আমরা জানি না। এর শেষ আছে কিনা তাও অজ্ঞাত, অজানা। সময়ের এই পথচলা হয়তো অন্তহীন, হয়তো সীমাহীন, হয়তোবা বিরতি-বিরামহীন।
স্পষ্ট অতটুকুই যে, আমরা সময়কে বাঁধতে পারিনি, রোধতে পারিনি। তবে অতি সম্প্রতি সময়কে আমরা গননার সীমানায় নিয়ে এসেছি; মিনিট থেকে ঘন্টা হয়ে বছর শতাব্দি অবধি। কোন কোন সময়কে আবার আমরা বিশেষভাবে চিহ্নিত করে আলাদা করে বিশেষ বিশেষ শিরোনামে তুলে রাখছি সযতনে, যাতে করে সে হারিয়ে না যায়, যাতে করে সে বারবার চেতনায় ফিরে আসে। এতে করে সময় স্মৃতিময় হয়ে উঠছে; কখনো বিষাদে, কখনো বা সুখে আনন্দে।
সময়ের আবর্তনে পৃথিবী কখনো শান্ত স্থির, কখনো উত্তাল। কখনো নিরাপদ কখনো বা বিপদসঙ্কুল। কখনো মাতৃসম, কখনো চন্ডিরূপ।
সময়ের পালা বদলে আবার এলো ঈদ। মহামারীর কঠিন এই সময়ে। ভাগ্য আগামী ঈদ অবধি কাকে টেনে নেবেন, কাকে পথেই ফেলে যাবেন তা একমাত্র বিধাতাই বলতে পারেন।
আমরা না হয় ক্ষণিকতরে সকল দুঃখ ব্যথা বেদনা ভুলে যাই। ভুলে যাই কঠিন দুর্বিসহ এই সময়টাকে।
প্রার্থনা করি সকলের সুস্থতার। প্রার্থনা করি নিরাপদ পৃথিবীর।
ঈদ সকলের জন্য আনন্দময় হয়ে উঠুক। হয়ে উঠুক কল্যানময়; স্বস্তিতে, সুস্থতায়!!
ঈদ মোবারক