ক্রিকেট খেলায় অংশ নিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সজিব খান।
শনিবার দুপুর ৩টার দিকে এস.এস.সি ১৯৯৮ (সাতক্ষীরা) ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত ম্যাচে নয়ন একাদশ ২০ রানে মৃদুল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে নগদ ৫,০০০ টাকার পুরস্কার লাভ করে। অন্যদিকে মৃদুল একাদশ পরাজিত হয়ে নগদ ৩,০০০ টাকার পুরস্কার অর্জন করে। নয়ন একাদশের অধিনায়ক ১০ বলে ৩৪ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ২,০০০ টাকা পুরষ্কৃত হয়।

এসময় ম্যাচে শ্রেষ্ঠ বলার হিসাবে গৌরব অর্জন করে তাপস,শ্রেষ্ঠ ব্যাটসম্যান হয়েছেন নয়ন,শ্রেষ্ঠ ফিল্ডার নির্বাচিত হয় মিলন,শ্রেষ্ঠ উইকেট কিপার হিসাবে সদরুল গৌরব অর্জন করে। উক্ত ম্যাচের প্রধান আকর্ষণ ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সজিব খান।তিনি ঠান্ডা ব্রেনে বেশ অনেকক্ষণ ব্যাট করে রান অর্জন করেন।প্রীতি ম্যাচে আরো অংশ নেন  মেহেদী হাসান তপু, মৃদুল, আজমল, সদরুল, উদিত, মিলন,জামিল,রাজিব,সোহেল,সোহাগ,দেবাশীষ বসু,সেন্টু  সহ জেলার ৯৮ ব্যাচের বন্ধুগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন