করোনা প্রতিরোধে সরকারের লক ডাউন বাস্তবায়নে এবার ট্রাফিক পুলিশের ভূমিকায় অভিযানে নামতে দেখা গেছে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন কে।
বুধবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো:শামসুল হকের তত্বাবধানে সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেনের নেতৃত্বে সাতক্ষীরা থানার ইন্সপেক্টর তদন্ত বুরহান উদ্দিন,ইন্সপেক্টর অপারেশন মাছুম খান ও ইন্সপেক্টর ইন্টেলিজেন্স বিশ্বজিত সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মানুষ কে ঘরে ফেরাতে শহরের নিউমার্কেট মোড়, সঙ্গীতা মোড় ও হসপিটাল মোড়ে অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা থানা পুলিশ। অভিযানে ওসি দেলোয়ার হুসেন তে দেখা যায় ট্রাফিক পুলিশের ভূমিকায় দায়িত্ব পালন করতে। তিনি পথচারীদের প্রশ্ন করেন কোথায় যাবেন লক লাউনে, কেনো যাবেন? কি জরুরী কাজ ইত্যাদি প্রশ্ন করে মানুষকে ঘরে ফেরার অনুরোধ করেন। এসময় শহরের বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রবাস কে দাঁড় করে ওসি তাদের বাহিরে আসার কারন জানতে চান।
অভিযানে যারা মোটরসাইকেলের কাগজ পত্র দেখাতে পারেন নি তাদের নামে মটরযান আইনে মামলা করা হয়।