জাতীয় অধ্যাপক ডা. এম আর খান প্রতিষ্ঠিত সাতক্ষীরা শিশু হাসপাতাল যোগ হলো পালস্অক্সিমিটার। করোনাকালে করোনা চিকিৎসার অত্যাবশ্যকীয় একটি যন্ত্র পালস্অক্সিমিটার যেটা দিয়ে রোগীর শরীরে রক্তের অক্সিজেনের মাত্রা নিরূপন করা হয়। এর ফলে রোগীয় চিকিৎসা ব্যবস্থা বেশ সহজ ও দ্রুততর হয়, বাঁচানো যায় মৃত্যুর হাত থেকে। গতকাল দুপুর ১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও সাতক্ষীরা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবীরের উপস্থিতিতে পালস্অক্সিমিটার হস্তান্তর করে সাতক্ষীরা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও তত্ত¡াবধায়ক ডা. অসিত কুমার স্বর্ণকারের কাছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। সাতক্ষীরা শিশু হাসপাতালে কোন পালস্অক্সিমিটার ছিলনা জানতে পেরে ডা. সুব্রত ঘোষ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের তার বন্ধু ও সহপাঠীদের জানান। আহবানে সাড়া দিয়ে প্রকৌশলী গাজী মাহমুদ আল মারুফ রীজু এগিয়ে আসেন এবং পালস্অক্সিমিটার প্রদান করেন। জেলা প্রশাসক এইরকম মহতী উদ্যোগকে স্বাগত জানায়ে ভবিষ্যতেও তা অব্যাহত রাখার প্রত্যাশা করেন। একই সাথে সাতক্ষীরাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে করোনা মহামারী মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন