সোমবার ১২ জুলাই ২০২১ তারিখ অনুমান ১৭.১০ ঘটিকার সময় র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার হতে অবৈধভাবে বিভিন্ন নদী ও সমুদ্র হতে আহরিত চিংড়ির রেণু পোনা বহন করে একটি ট্রাক খুলনার উদ্দেশ্যে রওনা করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন নওপাড়া পেট্রোল পাম্পের সামনে চেক পোষ্ট পরিচালনা করে উক্ত চিংড়ির রেনু পোনার মালিক টিপু মল্লিক,পিতা- ইউসুফ মল্লিক, সাং-বাইনতলা, থানা-রামপাল, জেলা-বাগেরহাটকে চিংড়ির রেণু পোনাসহ ০১টি ট্রাক আটক করে।

এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা অনুমান ৫ লক্ষ টাকার চিংড়ির রেণু পোনাসহ একটি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করে ।

র‌্যাব-৬ খুলনা হেড কোয়াটার জানায়, পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রেণুপোনা গুলো ভৈরব নদীতে অবমুক্ত করা হয় এবং অপরাধীকে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়। যাহার মোবাইল কোট মামলা নং-৮৮/২০২১, তারিখ- ১২/০৭/২০২১।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন