সাতক্ষীরা সদর হসপিটালে করোনার টিকা নেওয়ার হিড়িক পড়েছে। কে আগে টিকা নেবে আর কে পরে টিকা নেবে এই নিয়ে হট্টহোল।কেউ কাউকে আগে টিকা নেওযার সুযোগ দিতে চান না। গতকাল হুড়োহুড়ি করে হসপিটালের বাঁশের ব্যাড়া ভেগে ফেলেছেন টিকা নিতে আসা জনগণ।এরকম পরিস্থিতির বিষটি জানতে পারেন সাতক্ষীরা সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেন।পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান কোন রকম সুশৃঙ্খল পরিস্থিতিতে টিকা কার্যাক্রম চলছে না। কেউ কেউ দুর থেকে এসেছেন বলে আগে টিকা নিতে চাচ্ছেন।
কিন্তু অন্যরা তাদের কে সুযোগ দিতে চাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ওসি দেলোয়ার হুসেন হ্যান্ড মাইক নিয়ে সবাই কে লাইনে দাঁড় করিয়ে দেন এবং সুশৃঙ্খল ভাবে স্বাস্থ্য বিধি মেনে প্রায় দু’শ মানুষের টিকা গ্রহণের সুযোগ করে দেন ।এসময় সাতক্ষীরা থানার ইন্সপেক্টর অপারেশন মাছুম খান, সেকেন্ড অফিসার হাজ্জাজ মাহমুদ উপস্থিত ছিলেন।