যে ব্যক্তি বৃক্ষ কে ভালোবাসে সে ব্যক্তি প্রকৃতি কেও ভালোবাসে। আর প্রকৃতিপ্রেমী মানুষেরা কখনো খারাপ কাজ করতে পারেনা।আপনার বাড়ির আঙিনায় যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে আপনি আপনার ছাদের উপরে টবে লাগাতে পারেন নানা রকম ফলের গাছ।
আপনি কি গাছ রোপণ করতে চান?আম গাছ, জাম গাছ,পিয়ারা গাছ,মাল্টা গাছ,দেশি কাগজি লেবু,কমলা লেবু,লিচু গাছ সহ নানা রকমের ফলের গাছ পেতে আজ ই চলে আসুন ঝাউডাঙ্গার তুজুলপুর মোড়ে অবস্থিত সাংবাদিক ইয়ারব ভাইয়ের গাছের পাঠশালায়।সেখানে এসে প্রাকৃতিক পরিবেশ দেখলে সত্যি সত্যিই আপনার মন ভালো হয়ে যাবে।গাছের পাঠশালায় এসে আপনি দেখতে পাবেন আদী কালের কৃষি যন্ত্রের সমাহার,দেখতে পাবেন নানা জাতের ধানের বীজ, পোকা-মাকড়ের সমাহার।আরো দেখতে পাবেন ৫০টির বেশি নদীর পানি যেগুলো বোতলে সংরক্ষণ করা রয়েছে।
নান্দনিক পরিবেশে সেখানে অক্লান্ত পরিশ্রশ করে সাংবাদিক ইয়ারব গড়ে তুলেছেন গাছের পাঠশালা। প্রায় ৫ বিঘা জমি লিজ নিয়ে সেখানে হাজার রকম ফলদ গাছ গড়ে তুলেছেন সমাজের আলোর সম্পাদক ইয়ারব হোসেন ।
তার প্রশংসনীয় এ গাছের পাঠশালা দেখে মুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বৃক্ষ রোপণে সন্মাননা ক্রেস্ট প্রদান করেছিলেন ।গাছের পাঠশালায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ ছাড়াও আপনি পাবেন কম্পোস্ট স্যার,জৈব স্যার,রাসায়নিক সার। যেসব সার আপনি বড় বাজারের থেকে অনেক কম দামে কিনতে পারবেন। তাই আসুন আমরা সবাই গাছ লাগাই – পরিবেশ বাঁচাই।