সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। তিনি করোনায় মৃতদের লাশ দাফনকাজে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবকদেরও হাতে তুলে দেন পিপিই।

সোমবার সকালে সাতক্ষীরা  মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদার হাতে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে অক্সিজেন ফ্লো মিটার, বাইপ্যাক মাস্ক। এছাড়াও লাশ দাফনকারীদের হাতে আসাদুজ্জামান বাবু আরও তুলে দেন ৬টি পিপিই। এই পিপিই হাতে পেয়ে মোঃ রায়হানুল ইসলাম ও আরাফাত হোসেন জানান, তারা স্বেচ্ছাসেবী হিসাবে লাশ দাফন করে আসছিলেন। পিপিই হাতে পাওয়াতে তারা আরও উৎসাহিত হলেন বলে উল্লেখ করেন।

এবিষয়ে আসাদুজ্জামান বাবু তার ফেইজবুক আইডিতে লিখেছেন…..

আলহামদুলিল্লাহ্!!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আমার আহবানে সাড়া দিয়ে আমার অত্যন্ত প্রিয়জন মো: নুরুল আমিন লাবলুর মাধ্যমে (ধুলিহর) ঢাকাস্থ ” ইউনাইটেড গ্রুপ ” এর সহযোগিতায় আক্সিজেন ফ্লো মিটার ১০০ টি,বাই-পেপ মাস্ক ১০ টি,কয়েকটি নেবুলাইজার বাবদ ৩০০০০০/ (তিন লক্ষ টাকার) সমপরিমান অনুদান গৃহিত হইল।
পিপিই দিলেন শ্রদ্ধেয় প্রফেসর ডা:ফখরুল ইসলাম,
সার্জিক্যাল মাস্ক দিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মাহবুবুর রহমান।

বিভিন্ন সময়ে মানবিক কাজে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন/দিচ্ছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন