কঠোর লক-ডাউন বাস্তবায়নে হার্ড লাইনে গেছে সাতক্ষীরা জেলা পুলিশ।লক ডাউন যারা মানছে না তাদের যানবাহন আটক করা হচ্ছে। বিশেষ করে ইজিবাইক, মটর চালিত ভ্যান, নসিমন, ভটভটে এদের কে রাস্তায় নামলেই আটক করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে নিউ মার্কেট মোড়,জজ কোর্ট মোড়,বাসটার্মিনাল, বাকাল বাইপাস সড়কে দফায় দফায় লক ডাউন বাস্তবায়নে অভিযান চালায় পুলিশ।
এসময় অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মো: সজিব খানের নেতৃত্বে হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, ট্রাফিকের টিআই কামরুজ্জামান বকুল, সদর থানার ভারপ্রাপ্ত ওসি বাবুল আক্তার, ইন্সপেক্টর অপারেশন মাছুম খান,ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) বিশ্বজিৎ কুমার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন।
অভিযানে করোনা রোধে ঘরের বাহিরে না যাওয়া এবং জরুরী প্রয়োজনে সরকারী নির্দেশনা মেনে বাহির হওয়ার জন্য বলা হয়। এসময় জনসাধারণকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানা এবং সরকার ঘোষিত কঠোর লক-ডাউন বাস্তবায়নে সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করতে বলা হয়।