কলারোয়ায় গণটিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ

দ্বারা zime
০ মন্তব্য 247 দর্শন

 

সারাদেশের মতো কলারোয়াতে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী শনিবার থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শুরু হওয়া গণটিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য জননেতা অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

শনিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ছয়দিনে প্রায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচির পরিকল্পনা কয়েক দফা পরিবর্তনের পর শুক্রবার (০৬ আগস্ট) এই লক্ষ্যের কথা জানানো হয়। কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে শনিবার সকাল ৯ টার দিকে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্টরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীনে হেলাতলা ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়। ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান সরকারের নির্দেশনা মোতাবেক খুব শীঘ্রই ইউনিয়নের সকল জনগণকে নিবন্ধনের আওতায় আনা হবে এবং তাদেরকে অতি দ্রুত টিকা প্রদান করা হবে। উল্ল্যেখ্য, সকাল ৯ টা থেকে শুরু হয়ে টিকা কার্যক্রম চলবে বিকাল ৩ টা পর্যন্ত। এ পর্যায়ে ৬০০ জনকে টিকা প্রদান করা হবে। উপজেলার ১২টি ইউনিয়নে একইভাবে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন