গতকাল ১৬ আগষ্ট ২০২১ তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকায় র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানাধীন রাজনগর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।
এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি সাতক্ষীরা সদর থানাধীন রাজনগর গ্রামস্থ বশিরের মোড় নামক স্থানে আক্তাতারুজ্জামান গাজী এর চায়ের দোকানের সামনে আভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেলে ঘটনাস্থল হতে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ আছাদুল ইসলাম সরদার(৪৬), পিতা-মৃত আলাউদ্দিন সরদার, মাতা-মোছাঃ মাজেদা বেগম, সাং-মুকুন্দপুর, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সাসনে হতে গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১.১০০গাঁজা ও ২টি কার্ডসহ ১টি মোবাইলফোনিউদ্ধার পূর্বক জব্দ করা হয় ।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।