সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে চ্যানেল আই এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে চ্যানেল আই দর্শক ফোরাম কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। সাতক্ষীরা সাংবাদিক ঐক্য কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চ্যানেল আই দর্শক ফোরাম, সাতক্ষীরার আহবায়ক মো: আনিসুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ,
সুভাষ চৌধুরি, রাম কৃষ্ণ চক্রবর্তী, জেলা জাসদ সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও রুহুল কুদ্দুস, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, আইনজীবী সাংবাদিক এড. খায়রুল বদিউজ্জামান,
শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান, ডিবিডি’র সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, প্রবীন সাংবাদিক শেখ আব্দুল ওয়াজেদ কচি প্রমুখ। সভা পরিচালনা করেন চ্যানেল আই দর্শক ফোরাম, সাতক্ষীরার সদস্য সচিব শেখ হারুণ অর রশিদ।
এ সময় ডিবিডিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরআগে চ্যানেল আই দর্শক ফোরামের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।