সাতক্ষীরায় নানা আয়োজনে নিউজ বাংলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দ্বারা zime
০ মন্তব্য 264 দর্শন

 

 

সাতক্ষীরায় অনলাইন নিউজ পোর্টাল নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় পলাশপোলস্থ ‘সাতক্ষীরা সাংবাদিক ঐক্য’ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র’র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, বেসরকারি সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, এড. আবুল কালাম আযাদ, অধ্যাপক আনিসুর রহিম, উদীচির শেখ সিদ্দিকুর রহমান, আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক ওয়ারেশ খান চৌধুরী, রামকৃষ্ণ চক্রবর্তী, মিজানুর রহমান, রুহুল কুদ্দুস প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কাসেম, এড. খায়রুল বদিউজ্জামান, আমিনা বিলকিস ময়না, মোশাররফ হোসেন, এম জিললুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, আমিরুজ্জামান বাবু, আসাদুজ্জামান মধু, মুনসুর রহমান, আলতাফ হোসেন, শামীম খান চৌধুরী, রেজাউল ইসলাম বাবলু, মাসুদ আলী, ইব্রাহিম খলিল, হোসেন আলী, আব্দুর রহিম, আব্দুর রহমান, এস এম রফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি সৈয়দ রফিকুল ইসলাম শাওন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে পলাশপোল রোডে বর্ণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্লোগান-খবরের সবদিক-সবদিকের খবর, তার খুবই পছন্দ হয়েছে। পোর্টালটার দিকে একনজর তাকালেই স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা,ি বনোদনসহ সবধরণের খবর দেখতে পাই। মাত্র ১ বছরে পোর্টালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

জনপ্রিয়তার এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে প্রধান অতিথি বলেন, নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকম খুব শীঘ্রই জনপ্রিয়তায় অন্যান্য পোর্টালকে ছাড়িয়ে যাবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন