ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার বলেছেন, মোবাইল আসক্তি থেকে মুক্তি ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই”। এছাড়া খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে ও মনকে চাঙ্গা করে। কথায় আছে, যদি আপনি খেলাধুলা করেন, তবে আপনার মধ্যকার অনেক খারাপ গুণাবলি ধীরে ধীরে লোপ পাবে। খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে। তাই মাঠে নামতে হবে, খেলতে হবে। অনেক ছেলে-মেয়েকে দেখি আইপড, ল্যাপটপে ভিডিও গেমস নিয়ে মেতে থাকে। কিন্তু ঘরে বসে স্রেফ আঙুলের ব্যায়াম করলে হবে না। এই শক্তিটা মাঠে ব্যয় করতে হবে। এক কথায় , “মোবাইল আসক্তি থেকে মুক্তি ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।”আজ ১২/০৩/২০২২ ইং তারিখে ঢাকা রেঞ্জ কার্যালয় পুলিশ ক্রিকেট বিজয়ী টিম ঢাকা রেঞ্জের  ডিআইজি  হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)- এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের শুভেচ্ছা এসব কথা বলেন।এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির,অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা,অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমান সহ রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত১১ ই মার্চ ২০২২ তারিখ শুক্রবার ঢাকাস্থ কেরানীগঞ্জের বসুন্ধরা এভিনিউ ক্রিকেট স্টোডিয়ামে ঢাকা রেঞ্জ কার্যালয় পুলিশ ক্রিকেট টিম বনাম দক্ষিন কেরানীগঞ্জ যুব আইন্তা ক্রিকেট একাদশ, ঢাকার মধ্যে টি-টুয়েন্টি ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরুতেই টচে জয়লাভ করে দক্ষিন কেরানীগঞ্জ যুব আইন্তা ক্রিকেট একাদশ, ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৫৩ রান করে। জবাবে দ্বিতীয় ইনিংসে ঢাকা রেঞ্জ ক্রিকেট দলের ক্যাপ্টেন এসআই ইমরান উকিলের নেতৃত্বে ২ বল বাকী থাকতেই ৫ উইকেটে ১৫৪ রান তুলে নিয়ে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ঢাকা রেঞ্জের কনস্টবল মোঃ আমিনুল ইসলাম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন